
e Porcha সংক্রান্ত তথ্য
সার্ভে খতিয়ান
ই পর্চা খতিয়ান দুটি উপায়ে অনুসন্ধান করা যায়, ওয়েবসাইটের মাধ্যমে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে, তবে এই পোষ্টে আমরা দেখাব কিভাবে Eporcha Gov BD ওয়েবসাইটের সাহায্যে ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে হয়।
নামজারি খতিয়ান
ই নামজারি চেক করার জন্য আপনার মোবাইলে একটি অ্যাপটি ডাউনলোড করতে হবে, এর জন্য আপনি প্লে স্টোরে যান এবং সার্চ করুন eKhatian লিখে, অ্যাপটি ডাউনলোড করুন এবং অ্যাপটিতে প্রবেশ করুন।
মৌজা ম্যাপ
আজকের এই পোস্টে আমরা অনলাইনে মৌজা ম্যাপ অনুসন্ধান করার সবচেয়ে সহজ ও কার্যকর দুটি পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে আপনি কোনো রকম ঝামেলা ছাড়াই আপনার প্রয়োজনী অনুযায়ী ম্যাপটি খুঁজে পেতে পারেন।
ভূমি মন্ত্রণালয়য়ের ওয়েবসাইট কিভাবে কাজ করে? বিস্তারিত!
Dlrms Land gov bd (eporcha.gov.bd) ওয়েবসাইট বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের ভূমি সেবা প্রধানকারী ওয়েবসাইট, এটার মাধ্যমে সকল ধরণের ভূমি সেবা পাওয়া যায় একটি মাত্র স্থানে,
Dlrms Land gov bd (eporcha.gov.bd) ভূমি মন্ত্রণালয়-এর ওয়েবসাইট দিয়ে ভিবিন্ন সেবা নেওয়া যায় যেমন – নামজারি খতিয়ান আবেদন, ভূমি কর বা খাজনা প্রধান, e-Porcha Check, খতিয়ান অনুসন্ধান, ভূমি নকশা বা ম্যাপ সেবা এবং স্মার্ট ভূমি পিডিয়া।
www.land.gov bd ওয়েবসাইটের মাধ্যমে কি কি ভূমি সেবা নিতে পারবেন তা বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।
Dlrms Land gov bd ই নামজারি আবেদন ও ট্র্যাকিং
www lang gov bd ওয়েবসাইটে প্রবেশ করলেই প্রথমে দেখতে পারবেন নামজারি মেন্যু রয়েছে, এটাতে ক্লিক করলে আপনাকে Mutation land gov bd ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে আপনি ই নামজারি আবেদন ও ট্র্যাকিং করতে পারবেন।
- আরও পড়ুনঃ আর এস খতিয়ান অনুসন্ধান
আপনি যদি একটি ই নামজাই আবেদন করতে চান, তাহলে Dlrms Land gov bd (eporcha.gov.bd) ওয়েবসাইট থেকে নামজারি মেন্যুতে ক্লিক করে Mutation Land gov bd ওয়েবসাইটে প্রবেশ করুন,
- তারপর নামজারি আবেদন মেন্যুতে ক্লিক করুন,
- এরপর ই নামজারি আবেদন করতে ২০ টাকা ফ্রী প্রধান করুন,
- জমির মালিকানা সূত্র লিখুন,
- ক্রেতা/বাদী/গ্রহীতার তথ্য লিখুন,
- মৌজা নির্বাচন করুন,
- আবেদন সংক্রান্ত ঘোষণা,
এই সকল তথ্য অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের সাথে হুবহু মিল থাকতে হবে, এছাড়া আপনি আবেদন করতে পারবেন না।
সকল তথ্য দেওয়ার পর পরবর্তী বাঁটনে ক্লিক করে আপনার ভোটার আইডি কার্ড যাচাই করতে হবে, এবং আপনি যেই মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটাতে OTP আসলে সাবমিট করতে হবে।
এরপর আরও বেশ কিছু তথ্য দিতে হবে, যেগুলো হয়তো পড়লে বুঝতে পারবেন না,
এজন্য একটি ভিডিও লিংক দেওয়া হয়েছে, এই ভিডিওতে ই নামজারি আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত পুর নিয়ম দেখতে পারবেন,
এবং এটা অনুস্মরণ করে আপনার জন্য একটি ই নামজারি আবেদন করতে পারবেন।
- আরও পড়ুনঃ নামজারি খতিয়ান অনুসন্ধান
আবেদন ট্র্যাকিং
ই নামজারি আবেদন করার পর, উক্ত আবেদনের শর্বশেষ অবস্থান জানার জন্য ট্রাক করতে পারবেন,
ট্রাক করতে আবেদনের সর্বশেষ অবস্থা মেন্যুতে ক্লিক করতে হবে,
- তারপর আপনার বিভাগ নির্বাচন করতে হবে,
- ই নামজারি আবেদন আই ডি লিখতে হবে,
- জাতীয় পরিচয়পত্র লিখতে হবে,
- দুটি সংখ্যার যোগফল প্রধান করে “খুঁজুন” বাঁটনে ক্লিক করতে হবে,
এরপর আপনার ই নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা দেখতে পারবেন।
E-porcha land gov bd
e-porcha land gov bd একটি খুবি গুরুত্বপূর্ণ সেবা, এর সাহায্যে যেকোন জমির খতিয়ান যাচাই করা যায়,
জমির মালিকানা যাচাই করা যায়, নামজারি খতিয়ান চেক করা যায়, এবং সকল ধরণের খতিয়ানের সত্যায়িত কপি বা অরিজিনাল কপি মাত্র ১৪০ টাকায় হোম ডেলিভারি নিতে পারবেন,
অথবা ১০০ টাকা প্রধান করে খতিয়ান অনলাইন কপিও ডাউনলোড করতে পারবেন,
ই পর্চা খতিয়ান অনুসন্ধান – Eporcha gov bd
যেকোন ধরণের ই পর্চা খতিয়ান অনুসন্ধান করার জন্য Land gov bd ওয়েবসাইট থেকে ভূমি রেকর্ড ও ম্যাপ মেন্যুতে ক্লিক করে Eporcha gov bd ওয়েবসাইটে আসবে হবে,
অথবা সরাসরি Eporcha gov bd লিখে গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন,
তু যেকোন একভাবে E porcha gov bd ওয়েবসাইটে আসার পর, এখানে আপনার খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, মালিকানা নাম এবং অন্যান্য তথ্য দিয়ে ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে পারবেন, এবং ডাউনলোড করতে পারবেন।
খতিয়ান অনুসন্ধান করার নিয়ম
e-porcha land gov bd ওয়েবসাইটে প্রবেশ করে মেন্যু অপশন থেকে সার্ভে খতিয়ান অথবা নামজারি খতিয়ান নির্বাচন করতে হবে,
- তারপর একে একে বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন, এবং মৌজা নির্বাচন করতে হবে,
- তারপর খতিয়ান নাম্বার, দাগ নাম্বার অথবা জমির মালিকানা নাম দিয়ে খুঁজুন বাঁটনে ক্লিক করে খতিয়ানের তথ্য দেখতে পারবেন,
- এরপর খতিয়ানটি ডাউনলোড করতে চাইলে বা অরিজিনাল কপি নিয়ে চাইলে আবেদন করুন বাঁটনে ক্লিক করতে হবে,
- এরপর আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সকল তথ্য দিতে হবে,
- মোবাইল নাম্বার দিতে হবে,
- ঠিকানা দিতে হবে,
- অনলাইন কপি নাকি অরিজিনাল কপি নিবেন নির্বাচন করতে হবে,
- অরিজিনাল কপি নিতে চাইলে, ডেলিভারি কীভাবে নিবেন তা নির্বাচন করতে হবে,
- অরিজিনাল কপি নিলে ১৪০ টাকা, অনলাইন কপি হলে ১০০ টাকা পেমেন্ট করতে হবে,
- আবেদন সম্পন্ন হলে তাৎক্ষনিক ভাবে অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন, অরিজিনাল কপি ১০ দিনের মধ্যে হোম ডেলিভারি পাবেন,
www land gov bd আর এস খতিয়ান অনুসন্ধান
আর এস খতিয়ান জমির একটি বিশেষ ডকুমেন্ট, সার্ভে খতিয়ান গুলোর মধ্যে এই খতিয়ানটির গ্রহনযোগ্যতা বেশি,
অনেকের আর এস খতিয়ান হাড়িয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে এটি অনলাইনে অনুসন্ধান করার এবং ডাউনলোড করার প্রয়োজন হয়।
চলোন দেখে নেওয়া যাক www land gov bd ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে আর এস খতিয়ান করতে হয়।
www.land.gov bd আর এস খতিয়ান অনুসন্ধান করতে Eporcha gov bd ওয়েবসাইটে প্রবেশ করুন,
- তারপর মেন্যু থেকে সার্ভে খতিয়ানে ট্যাপ করুন,
- জমির বিভাগ বাচাই করুন,
- জমির জেলা বাচাই করুন,
- জমির উপজেলা বাচাই করুন,
- খতিয়ানের ধরন থেকে আর এস নির্বাচন করুন,
- মৌজা নাম বাচাই করুন,
- খতিয়ান নাম্বার, দাগ নাম্বার অথবা মালিকের নাম লিখে খুঁজুন বাঁটনে ছ্যাপ দিয়ে আর এস খতিয়ানের তথ্য দেখুন,
এছাড়াও আপনি যদি আর এস খতিয়ান ডাউনলোড করতে চান বা অরিজিনাল কপি নিতে চান তাহলে বিস্তারিত পড়ুন।
আরও পড়ুনঃ খতিয়ান অনুসন্ধান ও ডাউনলোড
Map Land Gov BD
Map Land gov bd ওয়েবসাইটের মাধ্যমে যেকোন মৌজা ম্যাপ দাগ নাম্বার সহ অনলাইনে দেখতে পারবেন,
Map Land Gov BD ওয়েবসাইটে মৌজা ম্যাপ দেখতে Land gov bd ওয়েবসাইটে প্রবেশ করুন,
- তারপর ভূমি নকশা মেন্যুতে ছ্যাপ দিন,
- বিভাগ, জেলা, উপজেলা নির্বাচন করুন,
- তারপর মৌজা নির্বাচন করুন, এখানে আপনার পুর মৌজা ম্যাপ দাগ নাম্বার সহ অনলাইনে দেখতে পারবেন,
- তারপর সিট নং দিয়ে চেক করতে পারেন,
- প্লট দেখার সুযোগও রয়েছে,